Skip to content

অনুভূতি -তূর্য অমিত

আমি আন্দোলিত হলাম , প্রথম ছোয়া পেয়ে তোমার ।
আমার সমস্ত কল্পনা বরফ গলা ঝরনা হয়ে ঝর ঝর করে বয়ে গেলো মনগঙ্গায় ।
এ কি সত্যি ? সপ্ন দেখছি নাতো !
প্রশ্ন করে করে অবশেষে ফিরলাম ডাঙ্গায় ।
স্বরমিতা ,
আজ তুমি প্রশ্ন করলে নাতো ?
তোমার শিহরন আমার অনামিকার ভিতর দিয়ে জলোচ্ছাস হয়ে বয়ে গেছে শিরায় শিরায় ।
এ কি অনুভূতি ? না কি ভালোলাগা ?
কিংবা সবথেকে প্রিয় বন্ধুর লেখা চিঠি ,
সবথেকে মন খারাপের দিনে ।
স্বরমিতা ,বলোনা আজ কোনো কথা
নিশ্চুপ হয়ে তোমার হৃদয়ে শোনো আমার স্পন্দন ।
দেখো আকাশের ঐ চাঁদ জেগে আছে ,
নতুন মাটিতে বৃষ্টির শীতল স্পর্শে তৃনলতার বিস্তার ।
যেমন আমার হৃদয়ে ভরে আছে তোমার হৃদয়ের আবছায়া ।
এ নয় শুধু প্রতীক্ষার অবসান , এ যেনো একসাথে চলার পদক্ষেপ ।
এ যেনো অনুভূতির তীব্র আক্ষেপ ।।
স্বরমিতা ,আমি নিশুতি রাতে রুপকথার গল্প হয়ে
তোমার সমস্ত ক্লান্তি, ভাবনা , প্রশান্ত আলিঙ্গনে
ঘুম পাড়াতে চাই ।
প্রতিদিনের সকালের মতো একই ,কিন্তু নবযৌবনা দেখতে চাই তোমায় ।
হয়তো এই আমার ভালোলাগা কিংবা অনুভূতি ।।

মন্তব্য করুন