Skip to content

অনামিকা// সুবীর মণ্ডল

অনামিকা,
তোমায় হারিয়েছি কোলাহল কুৎসিত নগরীর ভিড়ে
ট্রামের ঘড় ঘড়, বাসের আর্তনাদ,
পিচ চেটে চলা ট্যাক্সির তূর্য, হকারের উন্মত্ত নিনাদ,
তোমায় হারিয়েছি সকল কোলাহলে…….
এ হৃদয়ে তাই নীরব শূণ্যতা।

এক পলকে গেঁথেছো মনে প্রেমের শক্ত বুনিয়াদ,
কখন দেখেছি আগে জানি না, লাগে ভীষন চেনা,
হয়ত কোন জনমে ছিলে মোর সখা!
সেই অকৃত্রিম হাসি, ভূবন ভুলানো চাহনি
হৃৎপিণ্ডের দু ইঞ্চি উপরে নয়নলোভা তিলটি,
আরও অনেক একান্ত চেনা নিশানা গুলি
বয়ে চলেছো জনমে জনমে অন্তরালে……….

মৌলালীর মোড়ে বার নাম্বার বাসে,
চড়লে তুমি অবলীলায় আপন গন্তব্যে
যে গন্তব্য আজ আমার অচেনা, অজানা
আমার ভালোবাসা সেঁকে নিল তাপ চৈত্র আতপে,
ঘাম ভেঁজা পারফিউমের গন্ধ বাতাসে ভাসিয়ে,
অবহেলায় চলে গেলে তুমি নিরুদ্দেশে
হৃদয় আমার আজও পুড়ছে বিরহ অনলে……
—————————–
অণ্ডাল,০৮/০৪/১৮

মন্তব্য করুন