Skip to content

অতীত (২)

অতীত
হাকিকুর রহমান

হায়রে স্তব্ধ অতীত,
নিকষ আঁধারে পতিত।

হৃদয়ে পশিলা মোর,
খুলিয়া রুদ্ধ দোর।

হায়রে নিরন্ন অতীত,
সামর্থ লুদ্ধ রহিত।

নীতি বাক্যে জীর্ণ,
অর্ধ শয়ানে শীর্ণ।

হায়রে অবলা অতীত,
নিঃশঙ্ক চিত্তে রচিত।

নিঃসংঙ্গ কোন দেবতার,
বিচ্যুতির অবতার।

হায়রে বিবর্ণ অতীত,
লব্ধি বহরা খচিত।

ভ্রান্তিবিলাসে আকীর্ণ,
বালখিল্যতায় জরাজীর্ণ।

মন্তব্য করুন