Skip to content

ইন্দ্রজিৎ দত্ত | কবিতা ককটেল

Indrajit-Duttaবয়সে তরুণ নন কিন্তু কবিতায় তাঁর সীমাহীন গতিবিধি। রোম্যান্টিক। অভিমানী। প্রতিবাদী। বাম মনোভাবাপন্ন। কবি ইন্দ্রজিৎ দত্ত যেন চির তরুণ।
জন্ম ১৯৭২ এর ৮ই সেপ্টেম্বর। প্রথম কবিতার বই ‘রুপসী বাংলা বাই লেন’ প্রকাশিত হচ্ছে এই বছর কলকাতা বই মেলায়। পেশায় ব্যবসায়ী, দারুণ হুল্লোড়বাজ আর আড্ডাবাজ এই মানুষটি কিন্তু একই সাথে অকুতোভয় এবং সংবেদনশীল। অনায়াসে তিনি লিখতে পারেন “ভয় পেয়ো না, কানাগলি বরাবর/দুপুরের আইসক্রিমওলাকে দেখে/শক্তি নাও, হাঁটতে শেখো/কাদা রাস্তায়।”

কবির ফেসবুকঃ এখানে ক্লিক করুন

আমাদের পাতায় প্রকাশিত কিছু কবিতাঃ

  1. প্রতীক্ষালয় – ইন্দ্রজিৎ দত্ত