Skip to content

শঙ্খ ঘোষ

শঙ্খ ঘোষ (৫ফেব্রুয়ারি ১৯৩২ – ২১ এপ্রিল ২০২১) জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার চাঁদপুরে। তিনি সমকালীন বাংলা কবিতার জগতে এক উজ্জলতম নক্ষত্র | রবীন্দ্র ভাবধারার অনুগামী হলেও তাঁর কবিতা স্বতন্ত্র | শিশুসাহিত্যের জগতে কবির সহজ বিচরণ |

তাঁর প্রথম কাব্যগ্রন্থ “দিনগুলি রাতগুলি” (১৯৫৬) প্রকাশিত হবার আগেই তাঁর কবিপ্রতিভা পাঠক সমাজে সমাদৃত হয়। পরবর্তী কাব্যগ্রন্থগুলি “নিহিত পাতাল ছায়া” (১৯৬৭), “তুমি তো তেমন গোরী নও” (১৯৭৮), “মূর্খ বড়ো সামাজিক নয়” (১৯৭৬), “বাবরের প্রার্থনা” (১৯৭৬), “গন্ধর্ব কবিতাগুচ্ছ” (১৯৯৪) প্রভৃতি তাঁর ক্রমউদ্ভিন্যমান প্রতিভার নিদর্শন।

Ads Blocker Image Powered by Code Help Pro

অ্যাড ব্লক পাওয়া গেছে!!

সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে! 

দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।