Skip to content

দিনেশ দাস

কবি দিনেশ দাস – ১৯৩৮ সালে তাঁর ‘কাস্তে’ কাব্যগ্রন্থ রচনার পর কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন | বামপন্থী রাজনীতির সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন | রাজনৈতিক কবিতা রচনায় তিনি বিশেষ কুশলতা দেখিয়েছেন | কাচের মানুষ (১৯৬৪), অসংগতি (১৯৭৫), রাম গেছে বনবাসে (১৯৮১) প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কাব্য |