Skip to content

হেনে গেল তির তিরছ তার চাহনি – কাজী নজরুল ইসলাম

[A]

পিলু মিশ্র – দাদরা

  হেনে গেল তির তিরছ তার চাহনি।
বিঁধিল মরম-মূলে চাহিল যেমনই॥
হৃদয়-বনের নিষাদ নিঠুর,
তনু তার ফুলবন, আঁখি তাহে ফণী॥ 

শেয়র :- এল যবে স্বপন-পরি উড়ায়ে আঁচল সোনালি,
ধেয়ান-লোক হতে গো যেন রূপ ধরে এল রূপওয়ালি।
দেহে তার চাঁদিনি-চন্দন মাখা, হায় চাহিল সে যেই
তার  চোখের চোখা তির খেয়ে গেয়ে উঠিল হৃদি এই–
হেনে গেল তির হেনে গেল তির,
তিরছ তার চাহনি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।