Skip to content

সে চলে গেছে বলে কি গো – কাজী নজরুল ইসলাম

[A]

পাহাড়ি-মাঢ় – কারফা

সে চলে গেছে বলে কি গো
স্মৃতিও তার যায় ভোলা।    (হায়)
মনে হলে তার কথা
আজও         মর্মে যে মোর দেয় দোলা॥
ওই প্রতিটি ধুলিকণায়
আছে তার ছোঁয়া লেগে হেথায়,
আজও তাহারই আসার আশায়
রাখি     মোর ঘরের সব দ্বার খোলা॥
হেথা সে এসেছিল যবে
ঘর ভরেছিল ফুল-উৎসবে,
মোর কাজ ছিল শুধু ভবে
তার     হার গাঁথা আর ফুল তোলা॥
সে নাই বলে বেশি করে
শুধু তার কথাই মনে পড়ে,
হেরি তার ছবিই ভুবন ভরে
তারে     ভুলিতে মিছে বলা॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।