Skip to content

সহসা কী গোল বাধাল পাপিয়া আর পিকে – কাজী নজরুল ইসলাম

[A]

সিন্ধু–ভৈরবী মিশ্র দাদরা

সহসা কী গোল বাধাল পাপিয়া আর পিকে।
গোলাপ ফুলের টুকটুকে রং চোখে লাগে ফিকে॥
নাই বৃষ্টি বাদল ওলো
দৃষ্টি কেন ঝাপসা হল?
অশ্রুজলের ঝালর দোলে চোখের পাতার চিকে॥
পলাশকলির লাল আখরে বনের দিকে দিকে
গোপন আমার ব্যথার কথা কে গেল সই লিখে।

মনে আমার পাইনে লো খেই,
কে যেন নেই, কী যেন নেই!
কে বনবাস দিল আমার মনের বাসন্তীকে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।