Skip to content

সমাধি – শ্রীজাত

এমন বৃষ্টিতে চিঠিরা পরপর সমাধি চায়।
যেখানে কেউ নেই, গাছেরা মনে রাখে স্মৃতিবিদায়,
সেখানে বৃষ্টিতে চিঠিরা পরপর সমাধি চায়।

তোমাকে বলি শোনো, এ পথে গেছে যত চারণদল
সকলে ভূমিহারা। অতীত বরাবর জনবিরল।
জলের দম্পতি মেঘেরা স্থানু আজও, নির্দ্বিধায়।

সবুজ ছাই ওড়ে, কুয়াশাপ্রবাদের ঘোড়াটি চুপ,
এখানে বাড়ি বাড়ি নরম ধোঁয়া ওঠে। গরিব স্যুপ।
একটি মেয়ে ছিল, সে আজ বন্দরে যাবে না প্রায়…

এমন বৃষ্টিতে চিঠিরা পরপর সমাধি চায়।

[A]

1 thought on “সমাধি – শ্রীজাত”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।