Skip to content

শ্যামা তন্বী আমি মেঘ-বরনা – কাজী নজরুল ইসলাম

[A]

(বর্ষা)
মেঘ তেতালা

শ্যামা তন্বী আমি মেঘ-বরনা।
মোর দৃষ্টিতে বৃষ্টির ঝরে ঝরনা॥
অম্বরে জলদ-মৃদঙ্গ বাজাই,
কদম-কেয়ায় বন-ডালা সাজাই,
হাসে শস্যে কুসুমে ধরা নিরাভরণা॥
পুবালি হাওয়ায় ওড়ে কালো কুন্তল,
বিজলি ও মেঘ – মুখে হাসি, চোখে জল।
রিমিঝিমি নেচে যাই চল-চরণা॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।