Skip to content

[A]

শোক দিয়েছ তুমি হে নাথ, তুমি এ প্রাণে শান্তি দাও!
দুখ দিয়ে কাঁদালে যদি তুমি হে নাথ সে দুখ ভোলাও!
যে হাত দিয়ে হানলে আঘাত
(তুমি) অশ্রু মোছাও সেই হাতে নাথ,
বুকের মানিক হরলে যার–
তারে তোমার শীতল বক্ষে নাও॥
তোমার যে চরণ প্রলয় ঘটায়
সেই চরণ কমল ফোটায়।
শূন্য করলে তুমি যে বুক
সেথা তুমি এসে বুক জুড়াও॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।