Skip to content

শূন্যতা – পূরবী মণ্ডল

রমজানের শেষ চাঁদে আঁকাবাঁকা ছন্দ ,
পড়ে থাকে শূন্য সে পথ,,,
যে পথে বয়ে গেছে অন্ধকারাচ্ছন্ন,
এক পৃথিবীর কালোস্রোত,
তমশাময় অবাক করা প্রান্তর,
তবু চেয়ে থাকে ক্ষয়ে যাওয়া চাঁদের দিকে….
স্বপ্নের উড়ানে আলেয়ারা হাত বাড়ায়
তবু চেয়ে থাকে নিভৃত চিত্তে
অবিচ্ছিন্ন আলোর মাঝে শূন্যতার ছোয়ায়
ধাঁধায় পূর্ন চারিদিক ,মায়াচোখ অশ্রুহীন
এক উত্তক্ত নেশাভরা মনের বিকশিত হবার সময়…..
বিবর্ণ রক্তচক্ষুর আড়ালে লুকোনো অতৃপ্ত আশা -অনুভূতিহীন ,,
তবু চেয়ে রয় ওই শূন্যতার দিকে…

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।