Skip to content

যে আল্লাহ কথা শোনে তারি কথা শোনে লোকে – কাজী নজরুল ইসলাম

[A]

যে আল্লাহ কথা শোনে
তারি কথা শোনে লোকে।
আল্লাহ নূর যে দেখেছে
পথ পায় লোক তার আলোকে।।

যে আপনার হাত দেয় আল্লায়,
জুলফিকারের তেজ সেই পায়;
যার চোখ আছে খোদার জ্যোতি
রাত্রি পোহায় তারি চোখে।

ভোগের তৃষ্ণা মিটেছে যার
খোদার প্রেমের শিরনি পেয়ে,
যায় বাদশা-নবাব গোলাম হয়ে
সেই ফকিরের কাছে যেয়ে।

আসে সেই কওমের ইমাম সেজে
কওমকে পেয়েছে যে,
তারি কাছে খোদার দেওয়া
শান্তি আছে দুখে-সুখে।।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।