Skip to content

যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে – কাজী নজরুল ইসলাম

[A]

ভীমপলশ্রী কাহারবা

যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
দেহের কূলে কে চঞ্চল দিগঞ্চলা,
মেঘ-ঘন-কুন্তলা।
দেয় দোলা সে দেয় দোলা
পুব-হাওয়াতে বনে বনে দেয় দোলা॥
চলে   নাগরী দোলে ঘাগরি
কাঁখে  বর্ষা-জলের গাগরি,
বাজে  নূপুর-সুর-লহরি –
রিমিঝিম রিম ঝিম রিম ঝিম
চল-চপলা॥
দেয়ারই তালে কেয়া কদম নাচে,
ময়ূর-ময়ূরী নাচে তমাল-গাছে,
চাতক-চাতকী নাচে।
এলায়ে মেঘ-বেণি কাল-ফণী
আসিল কি দেবকুমারী
নন্দন-পথ-ভোলা॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।