Skip to content

আমি তোমার কাছে খারাপ
বাকি সবার কাছে ভাল

কোনও অন্ধ কুয়োতলায়
যেন একলা মৃদু আলো

আমি সবার কাছে আকাশ
শুধু তোমার কাছে ঘুড়ি

এই ভাঙা শহর নিয়ে
তাকে ইচ্ছে মতো জুড়ি

আর বিক্রি করি একা
ব্যাগে রাংতা করি জড়ো

কোনও মেসেজ এলেই ভাবি
তুমি আমায় মনে করো?

ভুল ভাঙতে জীবন কাটে
তোমার সময় বড় দামি

সব একলা লাজুক ছেলের
কাছে দু হাত পাতি আমি

যদি সামান্য ভাগ করে
ওই রোদের মিহি জরি

আমি তোমার অচল নয়া
তুমি আমার মাধুকরী

তুমি রাত্রি শেষের হাওয়া
যেন আমার কাছে থামে

ভাবি ক্রেয়ন নিয়ে আমি
একা ঘুরব রঙিন ট্রামে

আর সেসব দেখে তুমি
ঠিক আসবে ফিরে আবার

আর মাছের লোভে বিড়াল
ফের চাটবে বসে থাবা

আমি থাবার নীচে ঘুমোই
তুমি অনেক দূরে কারো…

আমি আগলে রাখি তোমায়
তুমি আমায় কেন মারো?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।