Skip to content

মোহাম্মদ মুস্তাফা সাল্লে আলা – কাজী নজরুল ইসলাম

[A]

ভীমপলশ্রী কাহারবা

মোহাম্মদ মুস্তাফা সাল্লে আলা,
তুমি বাদশারও বাদশাহ কমলিওয়ালা॥
পাপে-তাপে পূর্ণ আঁধার দুনিয়া
হল পুণ্য বেহেশতি নূরে উজালা॥
গুনাহ্‌গার উম্মত লাগি তব
আজও চয়ন নাহি, কাঁদিছ নিরালা॥
কিয়ামতে পিয়াসি উম্মত লাগি
দাঁড়ায়ে রবে লয়ে তহুরার পিয়ালা॥
জ্বলিবে রোজহাশরে দ্বাদশ রবি,
কাঁদিবে নফসি বলে সকল নবি,
‘য়্যা উম্মতি, য়্যা উম্মতি’ , একেলা তুমি
কাঁদিবে খোদার পাক আর্শ চুমি –
পাপী উম্মতত্রাণ তব জপমালা॥
করে আউলিয়া আম্বিয়া তোমারই ধ্যান,
তব গুণ গাহিল খোদ আল্লাহ্‌তালা॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।