Skip to content

মোর পুষ্প-পাগল মধবী কুঞ্জে – কাজী নজরুল ইসলাম

[A]

কীর্তন

মোর পুষ্প-পাগল মধবী কুঞ্জে
এই তো প্রথম মধুপ গুঞ্জে,
তুমি যেয়ো না আজি যেয়ো না॥
মম চন্দ্র-হসিত মাধবী নিশীথ
বিষাদের মেঘে ছেয়ো না॥
হেরো তরুণ তমাল করুণ ছায়ায়
আসন বিছায়ে তোমারে সে চায়;
তোমার বাঁশির বিদায়-সুরে
বনে কদম্ব-কেশর ঝুরে;
ওগে অকরুণ! ওই সকরুণ গীতি গেয়ো না।
তুমি যেয়ো না আজি যেয়ো না॥
তোলা বনফুল রয়েছে আঁচলে
হয়নিকো মালা গাঁথা,
বকুলের ছায়ে নব কিশলয়ে
হয়নি আসন পাতা।
মুকুলিকা মোর কামনা সলাজ
দলিয়ো না পায়ে, হে রাজাধিরাজ!
মম অধরের হাসি করিয়ো না বাসি,
পরবাসী যেতে চেয়ো না!
তুমি যেয়ো না আজি যেয়ো না॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।