Skip to content

মোমের পুতুল মমির দেশের মেয়ে – কাজী নজরুল ইসলাম

[A]

‘ইজিপসিয়ান ডান্সের’ সুর

মোমের পুতুল মমির দেশের মেয়ে
নেচে যায়।
বিহ্বল চঞ্চল-পায়॥
সাহারা মরুর পারে
খর্জুর-বীথির ধারে
বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে।
উড়িয়ে ওড়না ‘লু’ হাওয়ায়
পরি-নটিনি নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর॥
সুরমা-পরা আঁখি হানে আশমানে,
জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে।
ঢেউ তুলে নীল দরিয়ায়
দিল-দরদি নেচে যায়
দুলে দুলে দূরে সুদূর॥
দোলে রে গলে দোলে তার
খেজুর-মেতীর সোনার হার,
ছন্দ-দোদুল।
মিশরের আনন্দ সে
চপল ‘রমল’ ছন্দ সে,
জিয়ানো মিছরি-রসে তার হাসি অতুল।
নারঙ্গী-আঙুরবাগে তার
গান গাহে বুলবুল॥
মরীচিকা-মায়া সে
দেয় না ধরা, ছায়া সে,
পালিয়ে সে যায় সুদূর।
যায় নেচে সে নটিনি
নীল দরিয়ার সতিনি
দুলে দুলে দূরে সুদূর॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।