Skip to content

মেরো না আমারে আর নয়ন-বাণে – কাজী নজরুল ইসলাম

[A]

খাম্বাজ মিশ্র কাহারবা

মেরো না আমারে আর নয়ন-বাণে।
কী জ্বালা ব্যাধের বাণে
বনের হরিণই জানে॥ 
একে এ পরান দহে
মদির ও-আঁখির মোহে
চাহনির জাদু মাখা তার।

জ্বলিছে আলেয়া-শিখা
নয়ন-জলের মরীচিকা
পিয়াসি পথিক ছোটে হায়
তাহারই টানে॥
তব রূপের সায়রে ও নয়ন
শাপলা সুঁদির ফুল,
তুলিতে গিয়া ডুবিল
শত যে পথিক বেভুল।

সুন্দর ফণীর শিরে
ও যেন যুগল মণি,
যে গেল সে মণির মায়ায়
তারে দংশিল অমনি।

শত সে হৃদয়-নদী
কেঁদে যায় নিরবধি,
সাগর-ডাগর ও-আঁখির পানে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।