Skip to content

মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা – কাজী নজরুল ইসলাম

[A]

পিলু কাফি দাদরা

মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা।
কে দুলিবি এ দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা॥
মেঘ-নটীর নূপুর
ওই বাজে ঝুমুর ঝুমুর,
শীর্ণা-তনু ঝরনা তরঙ্গ-উতরোলা॥
ফুল-পসারিনি ওই দুলিছে বনানী,
বিনিমূলে বিলায় সে সুরভি ফুল ছানি।
আজ ঘরে ঘরে ফুল-দোল সব বন্ধ দুয়ার খোলা॥
জলদ-মৃদঙ বাজে
গভীর ঘন আওয়াজে,
বাদলা-নিশীথ দুলে ওই তিমির-কুন্তলা॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।