Skip to content

মেঘবিলাস – প্রদীপ বালা

শীতের শহর হঠাৎ করেই মেঘের সাথে দেখা
উল্টোডাঙার মোড়ে তখন দাঁড়িয়ে ছিল একা

একা তো নয় অপেক্ষাতে যেমন সকাল সাঁঝে
মেঘ কখোনো একা থাকে হাজার তারার মাঝে?

তারার আবার কেত্ও ভারী হরেক রকম ক্যাপা
আমি তো কোন ক্ষুদ্র মানুষ শহর চষি একা

কী-চাই কী-চাই করেই তবু মনকে জানান দিলাম
বাসের কাঁচে হাত ছুঁইয়ে মেঘ ধরতে গেলাম

তারপরে বেশ কয়েকটা মাস রোদ্দুরে রোদ্দুরে
মেঘবিলাস আর মেঘবিলাস শহর জুড়ে জুড়ে

সেসব কথা মেঘের মাঝে মেঘ তো সবই জানে
কেমন করে শীত নেমে যায় চুম্বনে চুম্বনে

এতো জানার পরেও আজো ঠান্ডা লাগে ভারি
মেঘকে দিলাম উষ্ণতা আর শীত আমার একারই

3 thoughts on “মেঘবিলাস – প্রদীপ বালা”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।