Skip to content

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে – কাজী নজরুল ইসলাম

[A]

পিলু খাম্বাজ– ঠুংরি

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে
মরাল মদালস নাচে আনন্দে॥

তরঙ্গ-হিল্লোলে শতদল দোলে,
শিশু অরুণে জাগায় অমা-যামিনীর কোলে,
শুষ্ক কানন ভরে বকুল-গন্ধে॥
নন্দন-উপহার ধরণির করে,
শুভ্র পাখায় শুভ আশিস ঝরে।
মিলন-বসন্তের দূত আগমনি,
কণ্ঠে সুমঙ্গল শঙ্খের ধ্বনি,
কুহু-কেকা গাহে মধুর দ্বন্দ্বে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।