Skip to content

মাধব বংশীধারী বনোয়ারি গোঠচারী – কাজী নজরুল ইসলাম

[A]

ভৈরবী কাহারবা

মাধব বংশীধারী বনোয়ারি গোঠচারী
গোবিন্দ কৃষ্ণ মুরারি।
গোবিন্দ কৃষ্ণ মুরারি হে,
পাপ-তাপ-দুখ-হারী॥
কালরূপ কভু দৈত্য-নিধনে,
চিকন কালা কভু বিহর বনে,
কভু, বাজাও বেণু, খেল ধেনুসনে,
কভু বামে রাধা-প্যারি,
গোপনারী মনোহারী
নিকুঞ্জ-লীলা-বিহারী॥
কুরুক্ষেত্র-রণে পাণ্ডব-মিতা,
কণ্ঠে অভয় বাণী ভগবদ্‌গীতা,
হে পূর্ণ ভগবান পরম পিতা,
শঙ্খ চক্র গদাধারী,
পাপ-তারী, কাণ্ডারি
ত্রিভুবন সৃজনকারী॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।