Skip to content

মন কেন উদাসে এই ফাগুন-বাতাসে – কাজী নজরুল ইসলাম

[A]

(শুদ্ধ) সারং – একতালা

মন কেন উদাসে।
এই ফাগুন-বাতাসে॥
যাহারে না পাইনু কভু এ জীবনে,
সে কেন গো কাঁদাতে আসে নিতি স্মরণে।
কুসুমের গন্ধে গো
তারই সুবাস ভাসে॥
কেন এ সমীরে
সে আসে ফিরে ফিরে,
নয়ন-নদীতীরে
কেন জল উছাসে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।