Skip to content

ভেসে যায় হৃদয় আমার মদিনা-পানে – কাজী নজরুল ইসলাম

[A]

ভেসে যায় হৃদয় আমার মদিনা-পানে।
আসিলেন রসুলে-খোদা প্রথম যেখানে।।

উঠিল যেখানে রণি’,
প্রথম তকবির ধ্বনি,
লভিনু মণির খনি যথায় কোরানে।

যথা হেরা গুহার আঁধারে প্রথম
ইসলামের জ্যোতি লভিল জনম,
ঝরে অঝোর ধারায় যথা খোদার রহম,
ভাসিল নিখিল ভুবন যাহার তুফানে।।

লাখো আউলিয়া আম্বিয়া বাদশা ফকির
যথা যুগে যুগে আসি’করিল ভিড়
তারি ধূলাতে লুটাবো আমি নোয়া’ব শির;
নিশিদিন শুনি তাঁরি ডাক আমার পরাণে।।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।