Skip to content

ভাসান – শ্রীজাত

মাঠ ছেড়ে যেতে ইচ্ছে করে না, জানি।
মাঠেরও তো কিছু বিশ্রাম প্রয়োজন।
তুমি যত দূর বেঁচে নিলে, অভিমানী,
ততদিন ধরে বাঁচে না কারওর মন।

বিশ্বাস তুমি রাখতে না, পন্থায়।
বরং নিজেই বানাতে নিজের পথ,
ভেঙে যাবে, তবু লড়ে যাওয়াটাই দায়
খেলাই অতীত। খেলাই ভবিষ্যৎ।

ম্যাচ শেষ হয়। বাঁশি বেজে ওঠে দূরে।
মাঠ ছেড়ে যেতে ইচ্ছে করে না, জানি।
কিছু ধুলো জমে স্পর্ধার রোদ্দুরে…
কফিনের পাশে চুপ হয় ফুলদানি।

সবাই ছুঁচ্ছে একবার, দিয়েগোকে।
এই চলে যাওয়া, মৃত্যুর অপচয়
বিদায় ভাসছে কান্নার চোখে চোখে,
রাজপুত্রের ভাসান যেভাবে হয়…

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।