Skip to content

ভালোবাসা থেকে দূরে – অনুব্রতা গুপ্ত

মানুষ ভীষণ কাছে আসে,
জড়িয়ে ধরে মৃতের লাশ,
মুখ ঢেকে নিই বিজ্ঞাপনে,
রুক্ষতাতে মনের শ্বাস।

এখন আগুন সামলে চলি,
হাওয়ার ভেতর তন্বী মাস,
দূরত্বে ভালো আছি,
পা বাঁচিয়ে উল্টো পাশ ।

জ্বরের মুখে কি ঘা এর,
সব মানুষই মুখরোচক,
দুগ্ধনখর ভাঙার পরেই,
জাপটে ধরে মারণরােগ।

তখন তোমার চোখের আলো,
ঠোটের পাশের লালচে তিল,
সব বাহানা শরীর ছোঁয়ার,
ছিবড়ে হলে আঁশটে নীল ।

মিছিল থেকে উল্টো পথে,
পাতলা হলে জোয়ার ঠিক,
কয়েক পেগ কুলকুচি মন,
বুকপকেটে বাপুজি কেক।

মানুষ তবু কাছে আসে,
এটাই রীতি আদিম পাপ,
আমরা বলি “রাস্তা ছাড়ুন,
গললে বরফ বাড়বে তাপ।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।