Skip to content

বৃষ্টির কবিতা – প্রদীপ বালা

বৃষ্টি আসে নিয়মমাফিক শহর জুড়ে বর্ষা
ভিজছে সবাই যে যার মতন যে যেমনটা পারে
তোমার মুখের গড়ন কেমন কালো নাকি ফর্সা?

মনে তো নেই সেসব হিসেব, ফেসবুকেতে দেখা
একটু একটু করে তারা হচ্ছে সবই ফিকে
মনে রেখেও ভুলে যাওয়া তোমার কাছেই শেখা।

শহর জুড়ে ফুটপাতেতে জল জমেছে বেশ
কবির খাতায় তার ভেতরে রোম্যান্স করার ধুম
ঘুমোয় যারা ফুটপাতেতে ঘুমটা তাদের শেষ।

সাঁৎ করে সব সাদা গাড়ি জল ছিটোচ্ছে পথে
সে পথেরই এক পাশেতে তোমার অপেক্ষায়
দাঁড়িয়ে থেকে ভিজে গেলাম সেবার উল্টো রথে।

এখন আমার অপেক্ষা নেই সময় খুবই কম
কল্পলোকের বৃষ্টি গল্প অন্যকোন দিনে…
দূরে কোথাও গান বাজছে, ‘দম মারো দম…’

শুনতে চাইলে শুনিয়ে দেব স্ট্যাটাসে লিখে
সময় করে দেখে শুনে লাইক মেরে যেও
সেসব কথা তোমার হলেও হয়নি আমার ফিকে।

বর্ষা এলে কাদের লাভ কাদেরই বা ক্ষতি
সেসব খবর কেই বা রাখে, সেলফি তুলে রাখো
আমার কাছে বর্ষা মানে মিথ্যে প্রতিশ্রুতি

বর্ষা এলে প্রেমের কবি পসরা সাজায় বসে
দারুণ সময় কাব্যি করার জমে হবে ক্ষীর
প্রেমের পারদ কলমডগায় লাভের অঙ্ক কষে

দূরে কোথাও বাঁধ ভেঙেছে জল ঢুকছে গ্রামে
প্রেমের লেখা শিকেয় তুলি সারা গ্রাম অস্থির…
কল্পনাতেই ভাসো তুমি আর আমি নির্ঘুমে…

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।