Skip to content

বাহির থেকে – শক্তি চট্টোপাধ্যায়

বেড়িয়ে পড়ো হাওয়ায় ও-যে পায়ে পড়ছে এসে
এমন রাতে ঘুম ভাঙাতো স্বপ্নাতুর চোখ
ঘরের ভিতর হাওয়া খেলতো আলুল কালো কেশে
ফুটে উঠতো ফুলের বাগান, যেতে হ’তো না |

জানতাম না চৃড়া পাঠায় হাওয়ার শান্ত সৈন্য
কেয়ার নিচে যদিও বাড়ে হাওয়ার ভারি ফণা
বুড়ো দেয়াল ঢেকে রাখছে যৌবনের হল্ কা
বেরিয়ে পড়ো হাওয়ায় তোমায় চিনতে পারবে না |

বেরিয়ে পড়ো হাওয়ায় হাওয়া বাইরে থেকে আসছে

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।