Skip to content

বাসন্তী রং শাড়ি পোরো – কাজী নজরুল ইসলাম

[A]

সিন্ধু দাদরা

বাসন্তী রং শাড়ি পোরো
খয়ের রঙের টিপ।
সাঁঝের বেলায় সাজবে যখন
জ্বালবে যখন দীপ॥
দুলিয়ে দিয়ো দোলন-খোঁপায়
আমের মুকুল বকুল-চাঁপায়,
মেখলা কোরো কটি-তটে
শিউরে-ওঠা নীপ॥
কর্ণ-মূলে দুল দুলিয়ো দুলাল-চাঁপার কুঁড়ি,
বন-অতসীর কাঁকন পোরো, কনক-গাঁদার চুড়ি।
আধখানা চাঁদ গরব ভরে
হাসে হাসুক আকাশ পরে,
তুমি বাকি আধখানা চাঁদ
ধরার মণি-দীপ॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।