Skip to content

বর্ষা দিনে – উদয় দেবনাথ

ঠোঁট তার শব্দ বিমুখ । চোখে কী ভীষণ প্লাবন।
মনে এঁকে ঘৃণার হিসেব, তুমি তাকে জীবন ভাবছে ।।

এই নিয়ে জ্বলুক আগুন। স্নেহ হােক পাথর ক্ষণিক।
তুমি শুধু রাগ দেখেছ, ঝাপসা দু-চোখ দেখােনি।।

জলছুই স্বভাব দারুণ । শোকের মেয়াদ বজায় ।
একবার চোখ মুছে যাক আগলে রাখার মজায়।

আঘাতের দাম খুব কম। শুনে মন মিথ্যে হাসে।
তুমি যদি হাত ছেড়ে যাও, তা কি কম সর্বনেশে?

আমি থাকি বৃষ্টি পাড়ায় । রোজ ভাঙে মেঘের আকার।
কত যে মানুষ ছিল । তুমি তা আগলে রাখার ।

ভাগ্যেই চোখ ভেজা তার। স্পর্ধায় স্নেহের সাড়া।
প্রেমিকের কান্না বারণ, ভীষণ এক বৃষ্টি ছাড়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।