Skip to content

বরণ করে নিও না গো আমারে নিয় হরণ করে – কাজী নজরুল ইসলাম

[A]

(মিশ্র) গান্ধারী-ত্রিতাল

বরণ করে নিও না গো
(আমারে) নিয় হরণ করে।
ভীরু আমায় জয় কর গো
তোমার মনের জোরে।।

পরাণ ব্যাকুল তোমার তরে
চরণ শুধু বারণ করে।
লুকিয়ে থাকি তোমার আশায়
রঙিন বসন পরে।।

লজ্জা আমার ননদিনী লতিকার-ই-প্রায়
যখনই যাই শ্যামের কাছে দাঁড়িয়ে আছে ঠায়।

চাইতে নারি চোখে চোখে
দেখে পাছে কোন লোকে,
নয়নকে তাই শাসন করি
অশ্রুজলে ভরে।।

রচনা-কাল-১৯৩৫

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।