Skip to content

[A]

খাম্বাজ মিশ্র ঠুংরি

বকুল-বনের পাখি
ডাকিয়া আর ভেঙো না ঘুম।
বকুলবাগানে মম,
ফুরায়েছে ফুলের মরশুম॥
চাঁদের নয়নে চাহি
জাগে না আর সে নেশা,
চাঁপার সুরভি-সুরায়
বিরস বিরহ-মেশা।
আজি মোর জাগার সাথি
একাকিনী নিশীথ নিঝুম॥
পিয়া মোর দূর বিদেশে, —
কারে আর ডাকিছ পাখি
শুকায়ে গিয়াছে হাতে
মালতী-মালার রাখি।
নিভিয়া গিয়াছে প্রদীপ
রেখে গেছে মলিন ধূম॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।