Skip to content

ফিরিয়া এসো এসো হে ফিরে – কাজী নজরুল ইসলাম

[A]

দেশ কাওয়ালি

ফিরিয়া এসো এসো হে ফিরে,
বঁধু এ ঘোর বাদলে নারি থাকিতে একা।
হায় গগনে মনে আজই মেঘের ভিড়
যায় নয়নজলে মুছে কাজললেখা॥
ললাটে কর হানি কাঁদিছে আকাশ,
শ্বসিছে শনশন হুতাশ বাতাস,
তোমারই মতো ঝড় হানিছে দ্বারে কর,
খোঁজে বিজলি তোমারই পথ-রেখা॥
মেঘেরে শুধাই তুমি কোথায়,
কাঁদন আমার বাতাসে ডুবে যায়!
ঝড়ের নূপুর পরি রাঙা পায়,
মোর শ্যামল-সুন্দর দাও দেখা॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।