Skip to content

প্রেমিকার জন্য – অনুব্রতা গুপ্ত

ভুল করে সব আঙুল খোয়াই,
ভুল করে পাই আলগা জনম ।
ইচ্ছে করে, ভুল করে ছুঁই,
ভুলের গায়ে লাগাই মলম ।

প্রেমের দোহাই সত্যি বলি,
ইচ্ছে করে অসভ্যতা,
ভুল বাহানায় ইচ্ছে করে,
দেখিয়ে করি আদিখ্যেতা।

এক মাথা চুল, কাজলরেখা,
জাপটে ধরি বুকের কাছে
ছাতিমফুলের আর্দ্রতাতে,
তাের নামটাই জড়িয়ে আছে ।

শহর ঘিরে মেঘ এসেছে,
ওড়না উড়ে অবাধ্যতায়,
ছাতায় বাঁধ মানব কেন,
তাকেই আবার তো গিলতে চায় ।।

এখন তুই বলবি তারে বল?
আমার তবু নেই পরোয়া?
শহর দুটো ভুলতে পারে?
সব প্রেমিকা খুব ঘরোয়া ।।

চোখ তুলে দেখ আগের রাতের,
ছোঁয়াচে সব আঁচড় পাতা,
যৌথ ক্ষতিকর উসকানিতে,
ভরছে আবার সব কবিতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।