Skip to content

প্রথম আলাপ – জারিফা জাহান

এই,তুমি আমার বন্ধু হবে?
কি সুন্দর ছবি আঁকো তুমি।

কলেজের নবীনবরণে সব তোমার আঁকা ছবি ছিল না?
জানলার গ্রিল বেয়ে পুর্নিমারাতের সেই নিশুতিকুসুম
কিংবা সেই তামাটে গায়ের মেয়েটা?

একলা নদীর পাড়ে বসে কান্নাভেজা মুখটা-
আর জানো,ওই ছবিটাও আমার ভীষন প্রিয় |
লাল-নীল সুতোয় বাঁধা জীবন-শলাকা-
এই তুমি এত বিষন্নতার ছবি কেন আঁকো?
আমি কখন থেকে বকছি,তুমি কিছু বলবেনা?

হ্যাঁ,তবে একটা শর্ত আছে |
শুনেছি শিল্পীরা অন্তর্যামী |
আমি না চাইলে তুমি কিনতু আমার মনের কথা পড়তে পারবেনা |
আর আমি না থাকলে ওমনি আমার বাগটি খুলে আমার ডায়েরি পড়া—
উঁহু ———ওটি চলবেনা |ব্যাস এইটুকুই —–

‘ বা রে !’ অন্যের জিনিসে না বলে হাত দিতে নেই
তোমার মা বাবা বলেনি বুঝি তোমায় কখনো ? ‘

কারণ বন্ধুত্ব মানেই ঝগড়া হবে
অভিমান,কথা কাটাকাটি,অল্প রাগ |
তখন হয়ত তোমার নামেই ভারী ভারী কথা
ঝোঁকের মাথায় লিখে রাখব |
সেসব যদি জেনে যাও,তাহলেই তো জন্মের আড়ি |
আর হ্যা,বন্ধুত্ব হয়ে গেলে আমি কিনতু তোমাকে ‘তুই’
করেও বলতে পারি |
আর একটু আধটু না হয় মন ভালো করা ছবিও আঁকবে
ভালবাসার,প্রেমের,বন্ধুত্বের |

রাজি থাকো তো বলো,
এখনি বন্ধু বানিয়ে ফেলি |

1 thought on “প্রথম আলাপ – জারিফা জাহান”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।