Skip to content

পোকায় কাটা কাগজপত্র – শক্তি চট্টোপাধ্যায়

পোকায় কাটা কাগজপত্র দেখলে শব্দ মনে পড়ে – ফ্যান্ জোলেঙ্গা
অর্থবিহীন, কিংবা অর্থে জবরদস্ত
উলঙ্গ কিশোরী তোমার মাই দুটো সন্ন্যাসেই মস্ত
হেন্ করেঙ্গা, তেন্ করেঙ্গা !

‘ফ্যান্ জোলেঙ্গা’ শব্দ যেন হাঁ-করা রমণীর মুখেই
চিক্-ঢাকা বারুদের মতন—জোচ্ছনায় বাঘ পেতেছে ওৎ
হাতচিঠি, যা হঠাৎ, তাকে হাফগেরস্ত সুখ-অসুখে
কিংবা তোমার বাহ্যে-বমির কীর্তিনাশা একটানা কোঁৎ
কোথায় যে শব্দ-গঙ্গোত্রী ? দিগ্ বিদিকে চলছি খুঁজে
উইঢিবি, ক্যাকটাসের মধ্যে হ্যামেলিনের বাঁশির ইঁদুর
ফাঁদ্ রাফাঁই চাঁদোয়ার মধ্যে দূরদেশী গুম্ফা গম্বুজে
টেরা চাঁদের মতন কিংবা ফ্যানজোলেঙ্গা—টাকের সিঁদুর ?

হয়তো আমার লক্ষ জীবন লাগবে নিছক গবেষণার
গায়ে পলেস্তারা পরাতে – আরেক কথা, হোহেনজোলার্ন
পড়লে মনে, ভাবতে বসি, কবিতা কি সত্যি হবার
বিষয় ? নাকি মুদ্দ-ফরাস ঘুরতে গেছে মার্টিন ও বার্ণ—

এই মিলেতেই পদ্য মাটি, আলোকরঞ্জন হলে বাঁচাতেন
কিংবা সুনীল অ্যাংলো-সাক্সন হার ছিঁড়ে একটুকরো মুক্তোয়
আমার পিতাঠাকুর শুনেছি এঁটো হাত নিট্ মদ্যে আঁচাতেন
ভোজ্যদ্রব্য বলতে আমার বিউলুডাল, একবাটি সুক্তো |

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।