Skip to content

নৌকা – স্মরণজিৎ চক্রবর্তী

কে যেন আজ ডাকল তোমায় অন্ধকারে
জলের অতীত স্পর্শ কি আর সবাই পারে?

রূপকথাটির দৈত্য ছিল বক্ষ জুড়ে
এক পৃথিবী যেমন করে সূর্য ঘুরে

আমার থেকে পৌঁছতে চায় তোমার কাছে
বুঝতে পারে অন্য কোথাও অর্থ আছে

এই আলো এই অন্ধকারের বাইরে কোথাও
আমায় তুমি কোটর থেকে বের করে নাও

গাছের আঙুল সাজিয়ে তোলো ফুলের ফোঁটায়
যেমন করে একলা পাখি সূর্য ওঠায়

ঠিক সেভাবে আমার বুকের দৈত্য মারো
সারিয়ে তোলো বাজ পোড়া এই অন্ধকারও

ঋণ নিয়ে এই ভোরবেলাকার পত্রটুকুর
সহজ জলে উপছে ওঠে আমার পুকুর

নৌকা চলে তার শরীরে আপন মনে…

আমার সবই তোমার হল এই শ্রাবণে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।