Skip to content

নিমন্ত্রণ – শক্তি চট্টোপাধ্যায়

কোথায় থেকে তোমার ডাক শুনতে পেয়ে এলাম গতকাল
আমায় কেন ডেকেছো তাই বললে হেসে-হেসে
এমন সময় আবার এলো তেমন বৃষ্টি মাঠে
ক্ষেতের পর ক্ষেতে ফুরালো, খামার, জঞ্জাল |
এবার তোমার পিছনপানে আকাশ, আমি বৃষ্টি ফেলে

তুমি যেমন তেমনটি আর কোথাও কিছু নেই
তুমি যেমন, অপার জ্যোত্স্না ঝরিয়ে যেতে পারো |
চারিদিকের ক্ষেত-খামার ঝর্না হ’য়ে যায়
তুমি যেমন তেমনই ঠিক, এই তো চ’লে যাই
আকাশ, তোমার আর্শিখানা পড়শি-কুটুম রাখলো নিজের হাতে |

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।