Skip to content

ধীরে যায় ফিরে ফিরে চায় – কাজী নজরুল ইসলাম

[A]

পাহাড়ি সেতারখানি

ধীরে যায় ফিরে ফিরে চায়
চলে নব অভিসারে, ভীরু কিশোরী
ওঠে পাতাটি নড়িলে সে চমকে॥
হরিণ-নয়নে সভয় চাহনি,
আসিছে কে যেন দেখিবে এখনই,
পথে সে দেয় ফেলে মুখর নূপুর খুলে,
আপন ছায়া হেরি, ওঠে গা ছমকে॥
‘চোখ গেল চোখ গেল’ ডাকে পাপিয়া
শুনিয়া শরমে ওঠে কাঁপিয়া,
হায়, যার লাগি এত, কোথায় সে
ঝিল্লি-রবে ভাবে কেউ হবে,
বনে ফুল ঝরার আওয়াজে দাঁড়ায় সে থমকে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।