Skip to content

দু’জন মেঘের কবিতা – শ্রীজাত

ছাইরঙা দুই মেঘে কানাকানি,
বৃষ্টির দিনে কী সৌহার্দ্য-

মুঠো ধরে তারা এগোচ্ছে, যেন
পিকাসোর পাশে ব্রিজেট বার্দ্যো।

এরকম দিনে দোকানপত্র
উড়ে যাওয়া ভারী সহজ দৃশ্য

তুলি আর রং ইচ্ছে করেই
হাওয়া ডেকে আনে। কী অবিমৃষ্য!

ছোট বন্দরে গুজব রটেছে,
প্রেমিকেরা নাকি সকলই জানত।

ঘন বর্ষায় ভিজে ভিজে যায়
বিপ্লবে আঁকা চিলি সীমান্ত।

সে খবর বুঝি এদিকে আসে না?
মন বরাবরই দুই গোলার্ধ…

যেভাবে দু’জন মেঘ হেঁটে যায়…
পিকাসোর পাশে ব্রিজেট বার্দ্যো।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।