Skip to content

তোমার আগুন, তোমার ছাই – শ্রীজাত

কথাও ছিল দু’একখানা,
আর কিছুদূর সঙ্গে যাই?
অনেক বছর পেরিয়ে এলাম
তোমার আগুন, তোমার ছাই…

কেউ হইনি তোমার মতো।
ক্ষমার জন্য অমন লোভ –
ফুলের কাছে ঘুরতে এসে
বাগান করা সবান্ধব।

কেউ চাইনি, যেমন তুমি
চাইতে ছুঁতে লালন সাঁই,
কোন হাতে কী রাখছি বলো?
তোমার আগুন, তোমার ছাই?

কেউ পাইনি তোমার হৃদয়
উড়িয়ে দেওয়া ঘুড়ির টান…
এখন তো সব বদলে নেওয়া
ইচ্ছেমাফিক অবস্থান।

সে ছিল এক রাজার বাড়ি,
সে ছিল এক গহন দেশ –
এখন জীবন খুলতে থাকে
অভিনয়ের ছদ্মবেশ।

জন্মদিনে কী আর দেবো,
বরং সময় ফেরত চাই
মুঠোয় থাকুক সারাজীবন
তোমার আগুন, তোমার ছাই…

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।