Skip to content

তুমি আশা পুরাও খোদা – কাজী নজরুল ইসলাম

[A]

তুমি আশা পুরাও খোদা,
সবাই যখন নিরাশ করে।
সবাই যখন পায়ে ঠেলে,
সান্তনা পাই তোমায় ধরে।।

দ্বারে দ্বারে হাত পাতিয়া
ফিরি যখন শূন্য হাতে
তোমার দানের শিরনি তখন
আসে আমায় পথ দেখাতে।
দেখি হঠাৎ শূন্য
তোমার দানে গেছে ভরে।।

খোদা তোমার ভরসা করি
নামি যখন কোন কাজে,
সে কাজ হাসিল হয় সহজে
শত বিপদ-বাধার মাঝে।
(খোদা) তোমায় ছেড়ে অন্য জনে
শরণ নিলে, যায় সে সরে।।

মাঝ-দরিয়ায় ডুবলে জাহাজ
তোমায় যদি ডাকি,
তোমার রহম কোলে করি
তীরেতে যায় রাখি।
দুখের অনল কুসুম হয়ে
ফুটে ওঠে থরে থরে ।।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।