Skip to content

তুই লুকাবি কোথায় মা কালী – কাজী নজরুল ইসলাম

[A]

রামপ্রসাদি

তুই লুকাবি কোথায় মা কালী!
আমার বিশ্বভুবন আঁধার করে
তোর রূপে মা সব ডুবালি॥
আমার সুখের গৃহ শ্মশান করে
বেড়াস মা তায় আগুন জ্বালি,
আমার দুঃখ দেওয়ার ছলে মা তোর
ভুবন-ভরা রূপ দেখালি॥
আমি পূজা করে পাইনি তোরে
এবার চোখের জলে এলি,
আমার বুকের ব্যথার আসন পাতা
বস মা সেথা দুখ-দুলালি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।