Skip to content

তুই, আমি আর বিষাদ – টুটুল দাস

মন খারাপের এই যে আকাশ
কান্না মুছে যেদিকে তাকাস, কুয়াশা পাবি খুঁজে।

অল্পস্বল্প দিনের আলোয়
রাস্তা জুড়ে মন্দ ভালোয়, হাঁটিস বুঝে সুঝে।

একটা বিকেল ফালতু গেলে
হাডুডু আর কাবাডি খেলে, সন্ধ্যে বেলা যাই।

পার্কে তখন নেমেছে রাত
ছাতার তলে আর দুটো হাত, কোথায় খুঁজে পাই?

জ্যোৎস্না নামে শহর জুড়ে
একলা হাঁটি লোকের ভিড়ে, কেউ দিলো না ডাক

এমনি তেই ভুল ঠিকানা
বিশটাকাতে রোল খাবোনা, পকেটে খিদে থাক।

শান্ত মেয়ের বাদামবিলাস
চোখের নিচে একটু জেলাস, চুরি করবোই আজ

নুপুর পায়ে অনেক দামি
তার বদলে জাহান্নাম-ই, কবিতা দিয়েই সাজ।

এই যে আমেজ মধ্যরাতে
জোনাকি বসা মেহেন্দি হাতে, লুটিয়ে পড়ে চাঁদ

বৃষ্টি নামে দিন ফুরালে
চাঁদের সাথে ভিজবি বলে, ফাঁকাই আছে ছাদ।


 

টুটুল দাসের কবিতার পাতায় যেতে এখানে ক্লিক করুন 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।