Skip to content

তিমির-বিদারী অলখ-বিহারী – কাজী নজরুল ইসলাম

[A]

ভৈরবী – আদ্ধা কাওয়ালি

তিমির-বিদারী অলখ-বিহারী
কৃষ্ণ মুরারি আগত ওই।
টুটিল আগল, নিখিল পাগল,
সর্বসহা আজি সর্বজয়ী॥
বহিছে উজান অশ্রুযমুনায়,
হৃদি-বৃন্দাবনে আনন্দ ডাকে, আয়,
বসুধা-যশোদার স্নেহধার উথলায়,
কাল-রাখাল নাচে থই তাথই॥
বিশ্ব ভরি ওঠে স্তব নমো নমঃ,
অরির পুরী-মাঝে এল অরিন্দম!

ঘিরিয়া দ্বার বৃথা জাগে প্রহরীজন,
কারার মাঝে এল বন্ধ-বিমোচন,
জাগিয়া ব্যথাহত ডাকে মাভৈঃ॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।