Skip to content

জন্মান্তর – টুটুল দাস

একজন্ম মিথ্যে হলে
পরের জন্মে? শামুক হবো
চুপিসারে, নীল ছোবলে
পদ্ম প্রেমের রক্ত খাবো।
পদ্মবনে রূপসী পাড়াগাঁ
পাড়ার নাম? নেইকো মনে
গতজন্ম, বিষবিষানী ঘাঁ
পুড়লো শেষে এই ফাগুনে।
পোড়ার ছিল রাত্রিদিবস
জাগবে কেন? খুনির বেশে
খুন হয়েছে, কবির কি দোষ
এক জোনাকি ভালোবেসে?
জোনাকি যদি পড়ার ঘরে
বসন্ত নামায়? মেঘ বিকালে
প্রেম চাইনা, বৃষ্টির পরে
রাত্রি জাগা খুব সকালে।
সেই জন্মে সত্যি বলছি
প্রেমিকই হবো আবার আমি
সঙ্গে শুধু কবিতা রাখছি
নাইবা থাকো আবার তুমি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।