Skip to content

জন্তুর মাঝে ভাই উট – খিচুড়ি – কাজী নজরুল ইসলাম

[A]

খিচুড়ি জন্তু
মালবশ্রী – কাওয়ালি

জন্তুর মাঝে ভাই উট – খিচুড়ি!
মদ খেয়ে সৃজিয়াছে স্রষ্টা-শুঁড়ি॥
দো-তালার উঁচু আর তে-তালার ফাঁক –
ঢিমে তে-তলার ফাঁক,
অষ্টাবক্রীয় দশটা বাঁক,
হামা দিয়ে চলে যেন তাড়কা খুড়ি॥
জিরাফের গলা তার ঘোটকিনী মুখ,
আগাগোড়া গোঁজামিল বাঁদুরে ভালুক,
গাড়িকে এ গাড়ি বাবা জুড়িকে জুড়ি॥
লাগিয়াছে দেহে গজ-কচ্ছপ রণ,
কচ্ছপি পিঠ আর গজ-নি চরণ,
আরবের হাজি মিয়াঁ – বাপ রে থুড়ি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।