Skip to content

চারু চপল পায়ে যায় যুবতি গোরী – কাজী নজরুল ইসলাম

[A]

খাম্বাজ কাহারবা

চারু চপল পায়ে যায় যুবতি গোরী।
আঁচলের পাল তুলে সে চলে ময়ূরপঙ্খি-তরি॥
আয় রে দেখবি যদি ভাদরের ভরা নদী,
চলে কে বেদরদি, ভেঙে বূল গিরি-দরি॥
মুখে চাঁদের মায়া, কেশে তমাল-ছায়া,
এলোচুলে দুলে দুলে নেচে চলে হাওয়া-পরি॥
নয়ন-বাণে মারে প্রাণে, চরণ-ছোঁয়ায় জীবন দানে,
মায়াবিনী জাদু জানে, হার মানে উর্বশী অপ্সরি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।